আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে বর্তমানে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেললো টাইগ্রেসরা, জয় পেয়েছে দুটিতেই। শেষ প্রস্তুতি ম্যাচে আজ (শুক্রবার) থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের মুলাপানিতে আগে ব্যাট করতে নামে টাইগ্রেসরা। তবে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১৯ রানে ফেরেন দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন ২৯ বলে ৩১ করে।
চতুর্থ উইকেট জুটিতে ৫১ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ করে ফেরেন শারমিন, আর জ্যোতি ফেরেন ২২ বলে ২৮ করে।
শেষদিকে শবানা মোস্তারি ১৫ বলে অপরাজিত ২৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ।
১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। নান্নাপাত কোনছারেকায়ের ৪৮ বলে ৫২ রান ও ছানিডা সুথিরুয়াগের ১৮ বলে ২৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে থাইল্যান্ড। দলের বাকী ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটার পৌঁছাতে পারেননি। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। ম্যাচসেরা হয়েছেন স্বর্ণা আক্তার।
এই জয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আগে পরপর দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেল টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে এমন জয় নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোতে।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এআই
