
ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে খাবি খাওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি হঠাৎ বদলে গেছে। কিছুদিন আগেও পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খুইয়ে আসা টাইগাররা পরপর দুটি সিরিজ পকেটে পুরেছে। শ্রীলঙ্কার মাটি থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আসার পর পর ঘরের মাঠে পাকিস্তানকে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। এখন হাতছানি দিচ্ছে এক সুখবর।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ একেবারে দোরগোড়ায়। ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচটি জিততে পারলে সফরকারীরা হোয়াইটওয়াশ হবে। আর এতেই বড় সুখবর পাবে টিম টাইগার্স। এক ধাপ উন্নতি হতে পারে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ৮ম। আর দুই ধাপ পিছিয়ে দশম স্থানে বাংলাদেশ। পাকিস্তান যদি হোয়াটওয়াশ হয় তবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এক ধাপ উন্নতি হবে লিটন দাসদের।
আরও পড়ুন
»দল না জিতলে সেই ম্যাচের রান হিসাব করেন না জাকের!
» ভারত-ইংল্যান্ডের ম্যাচসহ আজকের খেলা (২৩ জুলাই ২৫)
২২০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় পেয়েছে লাল-সবুজের দল। বাকি ম্যাচটি জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ২২৩। নয়ে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্টও ২২৩। তখন ভগ্নাংশের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই ৯ নম্বরে উঠবে।
এক্ষেত্রে বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে দশে নেমে যাবে আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হলে ৪ পয়েন্টে কমবে পাকিস্তানের। তবে তারা আট নম্বরেই থাকবে। যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে জেতে সেক্ষেত্রে ১ পয়েন্ট বাড়বে। পাকিস্তান হারাবে দুই পয়েন্ট। র্যাঙ্কিংয়েও হবে না কোনো অদল-বদল।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/এজে’/এনজি
