
আইপিএলের ইতিহাসে কখনোই শিরোপা না জেতা পাঞ্জাব কিংস এবার দুর্দান্ত ফর্মে রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা ১০ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে। কেবল মুম্বাই ও ব্যাঙ্গালোর রয়েছে তাদের সামনে।
তাই এবার শিরোপার স্বপ্ন দেখতেই পারে পাঞ্জাব। তবে এর মধ্যেই এল বড় ধাক্কা—চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন দলের অন্যতম বিদেশি তারকা গ্লেন ম্যাক্সওয়েল।
গত কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে আঙুলে চোট পান ম্যাক্সওয়েল। প্রথমে তা গুরুতর মনে না হলেও, পরে খেলা অবস্থায় চোট বেড়ে যায়। যদিও ম্যাচটিতে তিনি খেলেন, কিন্তু পুরো আসরেই ফর্মে ছিলেন না এই অজি অলরাউন্ডার। সাত ম্যাচে ছয়বার ব্যাট করে তিনি করেছেন মাত্র ৪৮ রান, যার মধ্যে এক ম্যাচেই ছিল ৩০ রান। বল হাতেও নিয়েছেন ৪ উইকেট।
আরও পড়ুন
» জল্পনার অবসান, বিদেশি প্রেমিকাকে সামনে আনলেন শিখর ধাওয়ান
» বার্সেলোনা শিবিরে এবার এলো নতুন দুঃসংবাদ
গত ১ মে পাঞ্জাব কিংসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়, আঙুলের চোটের কারণে ম্যাক্সওয়েল পুরো আসর থেকে ছিটকে গেছেন।
বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিতভাবে আঙুলের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। পাঞ্জাব পরিবার তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।
ম্যাক্সওয়েলের ছিটকে পড়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন তাঁর সতীর্থ মার্কাস স্টয়নিস। চেন্নাই ম্যাচের আগে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচের অনুশীলনে ম্যাক্সির আঙুল ভেঙে গেছে। প্রথমে সে বুঝতে পারেনি পরিস্থিতি এতটা খারাপ। স্ক্যান রিপোর্ট ভালো আসেনি। আমার মনে হয়, ম্যাক্সির টুর্নামেন্ট এখানেই শেষ।
এদিকে পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানিয়েছেন, তারা এখনো ম্যাক্সওয়েলের বিকল্প ঠিক করেনি। তবে প্রধান কোচ রিকি পন্টিং জানালেন, বিকল্প খোঁজা হচ্ছে। তিনি বলেন, আমরা কয়েকজন নতুন খেলোয়াড়কে নিয়ে ভাবছি। তবে ১২তম ম্যাচের আগে কিছুই সম্ভব নয়। আপাতত বর্তমান স্কোয়াডকেই কাজে লাগাতে হবে।
এর আগে এপ্রিলের শুরুতে আরেক বিদেশি খেলোয়াড়, কিউই পেসার লকি ফার্গুসন চোটে পড়ে ছিটকে যান। পাঞ্জাব এখনো তাঁর পরিবর্তে কাউকে দলে নেয়নি।
ক্রিফোস্পোর্টস/২মে২৫/আইএএইচআর/এনজি
