Connect with us
ফুটবল

রিয়াল মাদ্রিদের শিবিরে বড় ধাক্কা

MBAPPE
ইনজুরিতে এমবাপে। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সোলোনার কাছে হারের পর বরখাস্ত করা হয়েছে কোচ জাবি আলোনসোকে। ফাইনালে হারের ধাক্কা সামলে উঠার আগেই নতুন কোচের অধীনে কোপা ডেল রের ম্যাচে হারে দ্বিতীয় সারির টুর্নামেন্টের ক্লাবের বিপক্ষে। 

তবে রিয়ালের দুঃসংবাদ এখানেই শেষ নয়, লেভেন্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। ইনজুরির কারণে চলতি সপ্তাহে লেভেন্তের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ফরাসি গোল মেশিন।

দ্বায়িত্ব পেয়েই বড় ধাক্কা সামলাতে হচ্ছে সদ্য বরখাস্ত হওয়া জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়াকে। জাবির বিদায়ের পর তার উপর রয়েছে বাড়তি চাপ। মাদ্রিদ ভক্তদের প্রত্যাশা পূরণে তাই বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে আলভারোকে।



এদিকে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, বাঁ হাটুর ইনজুরিতে ভুগছেন এমবাপে। ব্যথা কিছুটা কম থাকলেও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই তিনি। ফলে লেভেন্তের বিপক্ষে তাকে ঝুঁকিতে ফেলতে চাইছে না মেডিকেল টিম।।

ফলে দলের অন্যতম সেরা তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে আলভারোকে। লেভেন্তের বিপক্ষে ম্যাচটি কেবল লিগের সাধারণ ম্যাচ নয়, এটি আলভারোর জন্য ঘুরে দাড়ানোর সুযোগও। সাথে এটি লিগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখারও লড়াই। বর্তমানে পয়েন্ট টেবিলে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল।

এমবাপের পাশাপাশি এই ম্যাচে খেলতে পারবেন না মিলিতাও, রুডিগার ও আলেকজান্ডার আর্নল্ডও। ফলে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই বিকল্প খুঁজতে হচ্ছে নতুন কোচকে।

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল