নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ উড়ে এলো ভারত শিবিরে। চোটের কারণে সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন ইনফর্ম ব্যাটসম্যান তিলাক ভার্মা।
ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাজকোটে তার অণ্ডকোষে একটি জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিলাক বর্তমানে স্থিতিশীল আছেন। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার তার হায়দরাবাদে ফেরার কথা রয়েছে।
বিসিসিআই জানিয়েছে, সিরিজের বাকি দুই ম্যাচে তিনি দলে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।
যেভাবে চোট পেলেন তিলাক
গত মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিপক্ষে হায়দরাবাদের হয়ে ম্যাচ খেলেছিলেন তিলাক। ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালীন সরাসরি কোনো চোট না লাগলেও পরবর্তীতে তিনি তীব্র ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত স্ক্যান করানো হলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
ভারতের মিডল অর্ডারে দুশ্চিন্তা ভারতের টি-টোয়েন্টি দলে বর্তমানে অন্যতম স্তম্ভ তিলাক ভার্মা। গত বছর ১৮ ইনিংসে প্রায় ৪৭ গড় এবং ১২৯ স্ট্রাইক রেটে ৫৬৭ রান করেছেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হবে। বিসিসিআই আশা করছে, বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ জানুয়ারি। তিলাকের বদলি হিসেবে ভারত এখনও কারও নাম ঘোষণা করেনি।
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৬/এনজি
