
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের লড়াই। তবে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। এই ম্যাচে অনিশ্চিত বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অসুস্থতার কারণে প্রথম ওয়ানডে মিস করতে পারেন এই অলরাউন্ডার।
সাদা বলের সিরিজ খেলতে কলম্বো পৌঁছে দলের সঙ্গে অনুশীলন করেছেন রিশাদ। গতকালও অনুশীলনে ছিলেন তিনি। তবে অনুশীলন শেষে হোটেলে ফিরেই জ্বরে আক্রান্ত হন তিনি। আজ ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি রিশাদ। অসুস্থতার কারণে তিনি টিম হোটেলেই অবস্থান করেছেন।
এর আগে অসুস্থতার কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি মেহেদি হাসান মিরাজ। শ্রীলঙ্কা পৌঁছেই জ্বরে আক্রান্ত হন তিনি। তবে সুস্থ হয়ে দ্বিতীয় ওয়ানডেতেই দলে ফিরেন এই অলরাউন্ডার। এবার তারই নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
আরও পড়ুন:
» মুস্তাফিজের বোলিং সামলাতে পরিকল্পনার ছক কষছে লঙ্কানরা
» রেকর্ড সেঞ্চুরিতে র্যাঙ্কিংয়ে উত্থান মান্ধানার, এগোলেন জ্যোতিও
বাংলাদেশের বোলিং বিভাগে এক বাড়তি ভরসার নাম রিশাদ। মিরাজের সঙ্গে স্পিন বিভাগে শক্তি বাড়াতে বড় ভূমিকা রাখতে সক্ষম এই লেগস্পিনার। এর আগেও বেশ কয়েকবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাই প্রথম ওয়ানডে রিশাদ খেলতে না পারলে বড় ধাক্কা খাবে সফরকারীরা।
প্রথম ওয়ানডে সামনে রেখে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করছেন মিরাজ-তাসকিনরা। চলতি বছরের প্রথম ওয়ানডে জয়ের খোঁজে কাল মিরাজের নেতৃত্বে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে।
বাংলাদেশ ওয়ানডে দল :
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি
