
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে গোলকিপিং ‘সি’ সনদপ্রাপ্ত কোর্স ২০২৫ বৃহস্পতিবার (২৪ জুলাই) সফলভাবে সম্পন্ন হয়েছে। গোলকিপিং কোচ তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই কোর্সটি ফুটবল প্রশিক্ষণের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সারাদেশ থেকে নির্বাচিত প্রশিক্ষণার্থীরা কোর্সে অংশগ্রহণ করেন। কয়েকদিনব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন, ব্যবহারিক দক্ষতা উন্নয়ন করেন এবং দেশের অভিজ্ঞ গোলকিপিং প্রশিক্ষকদের সরাসরি দিকনির্দেশনা লাভ করেন।
কোর্সের শেষ দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, গোলকিপিং কোচ হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক কাঠামো ও জ্ঞান অর্জনের পথপ্রদর্শক হবে এই প্রশিক্ষণ।
আরও পড়ুন:
»সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ : যশোরে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প
»প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করছে, দেশব্যাপী প্রশিক্ষিত গোলকিপিং কোচের সংখ্যা বাড়লে দেশের ক্লাব ও জাতীয় দলের গোলরক্ষকদের মানোন্নয়ন আরও সহজ হবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এসএ/এনজি
