Connect with us
ফুটবল

বাফুফের বল পার্টনার জাপানিজ প্রতিষ্ঠান, বাঁচবে দেড় কোটি টাকা

BFF's ball partner is Molten
বাফুফের বল পার্টনার মলটেন। ছবি- বাফুফে

গত ফেব্রুয়ারিতেই কিট স্পন্সর যুগে প্রবেশ করছিল বাংলাদেশ ফুটবল। বাংলাদেশ ফুটবলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছিল দেশি স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’। বাংলাদেশের ফুটবল ইতিহাসে দৌড়ই প্রথমবার আনুষ্ঠানিকভাবে কিট স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এবার অফিসিয়াল ফুটবল পার্টনার পেল বাফুফে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাফুফের সঙ্গে যুক্ত হয়েছে ফুটবল পার্টনার। আজ সোমবার (১৯ মে) ফুটবল প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলতেন কর্পোরেশনের সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

মলতেনের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রতি বছর বাফুফেকে ৪ হাজার বল দেবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২ হাজার বল ফ্রিতে পাবে বাফুফে। অর্থাৎ তিন বছরে মোট ১২ হাজার বল দেবে মলতেন, যার মধ্যে ৬ হাজার বল ফ্রিতে পাবে বাফুফে। এতে তিন বছরে বোর্ডের প্রায় দেড় কোটি টাকা খরচ বাঁচবে।

আরও পড়ুন:

» বাংলাদেশ-আমিরাত সিরিজের মাঝপথে ম্যাচ সংখ্যা বাড়ল

» এশিয়া কাপে সত্যিই খেলবে না ভারত? মুখ খুললেন বিসিসিআই সচিব 

আজ মলতেনের সঙ্গে চুক্তি শেষে বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, ‘২০২৪ সালে এএফসির ফান্ড দিয়ে আমরা ৩ হাজারের বেশি বল কিনেছি। সেই একই টাকায় এবার আমরা আরও ৪০০০ বল পাচ্ছি। এতে করে আমাদের খরচ কমছে প্রায় ৫০ লাখ টাকা। তার মানে তিন বছরে দেড় কোটি টাকা।’

তবে বল খাতে সাশ্রয় হওয়া অর্থ অন্য খাতে ব্যয় করার পরিকল্পনা করছ বাফুফে। ফাহাদ বলেন, ‘বল থেকে আমাদের যে টাকা সাশ্রয় হবে সেটা অন্য ক্রীড়া সামগ্রীতে সেটা ব্যয় হবে। এ বিষয়ে এএফসি’র সঙ্গে আমাদের আলোচনা চলছে। ফিফা-এএফসির অনুদানের অর্থ কোথায় কত ব্যয় হয় এবং ব্যয় কীভাবে কমিয়ে আনা যায় সে নিয়ে কাজ করছেন আমাদের সভাপতি তাবিথ আউয়াল।’

হামজা চৌধুরির আগমনের পর জোরেশোরেই চলছে দেশের ফুটবলের উন্নয়ন। নতুন করে সামিত সোম-ফাহমিদুল ইসলামরাও যুক্ত হতে যাচ্ছেন লাল-সবুজ শিবিরে। যা দেশের ফুটবলকে আরো উচ্চতায় নিয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল