
টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সাফের গণ্ডি পেরিয়ে গোটা এশিয়ার মধ্যে লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইতিহাসে প্রথম বারের মত এশিয়ান কাপে খেলার সুযোগ করে নিয়েছে বাংলাদেশ নারী দল। কঠিন এই টুর্নামেন্টে নিজেদের প্রস্তুত করতে মেয়েদের শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে।
এশিয়ান কাপে থাকবে বিশ্ব ফুটবলের শক্তিশালী বেশ কিছু দেশ। যেখানে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ঋতুপর্ণাদের। দক্ষিণ এশিয়ার ফুটবলের বাইরে এবার তাই নিজেদের মানিয়ে নেওয়ার পালা বাংলাদেশের মেয়েদের সামনে। তাই নারী ফুটবলারদের নিয়ে নিজেদের পরিকল্পনা জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘২০২৬-এর মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ হবে। সেখানেও আমাদের অনেক সুযোগ আছে। সেরা ছয়টি দল চলে যাবে বিশ্বকাপে। পরের দুটি দল আবার খেলবে অলিম্পিকে। কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতির সঙ্গে কথা বলব। অবশ্যই পরিকল্পনা আছে এশিয়ান কাপ নিয়ে। কারণ সুযোগ বারবার আসে না।’
আরও পড়ুন:
» ঋতুপর্ণাকে ‘বাংলাদেশের মেসি’ বলে আখ্যা দিলেন কিরণ
» উইকেট নিয়ে অজুহাতের কারণেই বাংলাদেশের জীর্ণ দশা!
নিজেদের প্রস্তুত করতে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার কথা জানিয়ে কিরণ বলেন, ‘আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপ যখন খেলতে হবে, তখন কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে- জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয় মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব।’
দলকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে এশিয়ান কাপে তোলার পেছনে মাস্টারমাইন্ড কোচকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ পিটার জেমস বাটলারকে। সে অনেক ভালো কোচ এবং সে জানে ডাগআউটে থেকে কীভাবে দলকে এগিয়ে নিতে হবে; সে এই কাজটাই করেছে। তার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আগামী দিনগুলোতেও আমরা সেভাবে এগিয়ে যাব।’
উল্লেখ্য, মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলায় প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে এগিয়ে যায় ঋতুপর্ণারা। আর তুর্কমেনিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে জয় না পেলে নিশ্চিত হয় বাংলাদেশের এশিয়ান কাপ মূলপর্ব।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এফএএস
