অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্ধে জড়িয়ে অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবিনাসহ একাধিক ফুটবলার। এবার জাতীয় দলে ফিরছেন তারা। তবে ফুটবল নয়, বাংলাদেশের ফুটসাল দলের হয়ে খেলায় ফিরছেন তারা।
২০২৬ সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন সাবিনা-সুমাইয়ারা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সাবিনাকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এই দলে সাবিনাসহ জায়গা করে নিয়েছেন সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন ও কৃষ্ণারানি সরকার। পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর জাতীয় দল থেকে একপ্রকার নির্বাসিত তারা। তবে তালিকায় আছেন সানজিদা ইসলামও। কিন্তু ফুটসালের স্কোয়াডে রাখা হয়নি তাকে।
প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় পুরুষ ও নারী উভয় দলের ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী দলের টুর্নামেন্ট।
সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নেবে। যেখানে বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২৫ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
২০২৬ সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড :
সাবিনা খাতুন (অধিনায়ক), সুমায়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানি সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমি, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি (গোলরক্ষক), সাথি বিশ্বাস (গোলরক্ষক), ইতি রানি (গোলরক্ষক) ও স্বপ্না আক্তার জিলি (গোলরক্ষক)।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি