Connect with us
ফুটবল

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাফুফে

BFF has announced the squad for the tri-nation series.
মালয়েশিয়া ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে বিভিন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে সাগরিকা-ঋতুপর্ণারা।

এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই গত অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আজ সোমবার (২৪ নভেম্বর) ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবশেষ আয়ারল্যান্ডের সফরের দল থেকে কোনো পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। সেই ২৩ সদস্যের দলের সঙ্গে আরও দুইজন নতুন সদস্য ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন।



Bangladesh women's football team

ইতোমধ্যে টিম হোটেলে যোগ দিয়েছেন ঋতুপর্ণা-আফঈদারা। ছবি- বাফুফে

নতুন করে দলে ডাক পেয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। ‎এদের মধ্যে মানমি ২৩ জনের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে তনিমাকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রেখেছেন কোচ। স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে তনিমার সঙ্গে আছেন রুমা আক্তার। তবে এবার জাতীয় দলে জায়গা পাননি আলোচিত পাঁচ সিনিয়র ফুটবলার। সবশেষ সাফের পর থেকেই স্কোয়াডের বাইরে আছেন তারা।

আগামী ২৬ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে আফঈদারা খন্দকারের নেতৃত্বাধীন দলটি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ নারী ফুটবল দল: ‎‎রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী, নবীরন খাতুন, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মামনি চাকমা, শামসুন্নাহার সিনিয়র, হালিমা আক্তার, জয়নব বিবি, মনিকা চাকমা, শিউলি আজিম, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, উমহেলা মারমা, শাহেদা আক্তার, মোসাম্মত সুলতানা, মোসাম্মত সাগরিকা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, সিনহা জাহান, তনিমা বিশ্বাস ও রুমা আক্তার।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল