
সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে তাদের ঘরের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন এই সফরে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না হামজা চৌধুরিকে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নেপাল সফরে আগে থেকেই অনিশ্চিত ছিলেন হামজা। মূলত ক্লাব ফুটবলের ব্যস্ততা থাকায় নেপালের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে এর আগে বাফুফে জানিয়েছিল, হামজাকে খেলানোর জন্য চেষ্টা করবে তারা। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি বাফুফে। সেপ্টেম্বর উইন্ডোতে ক্লাবেই থাকছেন এই তারকা মিডফিল্ডার।
আগামী ১ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে ফিফার সেপ্টেম্বর উইন্ডো। নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে ৬ ও ৯ সেপ্টেম্বর। হামজার ক্লাব লেস্টার সিটি সবশেষ ম্যাচে খেলেছে ৩০ আগস্ট। তাদের পরবর্তী ম্যাচ ১৩ সেপ্টেম্বর। সেক্ষেত্রে নেপাল ম্যাচ শেষ করে লম্বা সফর করে আবার ইংল্যান্ড যেতে হবে তাকে। যেখানে তার অনেক সময় লেগে যাবে।
তাছাড়া লেস্টারের হয়ে খেলা সবশেষ ম্যাচে কিছুটা চোট পেয়েছেন হামজা। তাই আগামী ম্যাচের আগে কিছুদিন বিশ্রাম প্রয়োজন তার। ক্লাবের ম্যাচের আগে হামজার ফিট থাকার বিষয়টি বিবেচনা করেই আপাতত তাকে জাতীয় দলের হয়ে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে আজ জাতীয় দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেন, ‘হামজা নেপাল সফরে থাকছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির পরবর্তী ম্যাচ। ক্লাবের সূচি এবং তার সুস্থতা বিবেচনায় সেপ্টেম্বর উইন্ডোতে তার জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না। এ বিষয়টি হামজার এজেন্ট আমাদের জানিয়েছে।’
মূলত আগামী মাসের এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এই দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের ফুটবলাররা।
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৫/বিটি
