বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর দেশের ফুটবল নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। তার মন্তব্যের পর ফুটবল অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
গতকাল (রোববার) বাংলাদেশ ক্রিকেটে কনফারেন্সে দেশের ফুটবল নিয়ে বেশকিছু মন্তব্য করেন আসিফ। তিনি বলেন, দেশের স্টেডিয়ামগুলোতে আধিপত্য চলছে ফুটবলের। মাঠগুলো দখল করে রেখেছে ফুটবলাররা। তাদের জন্য দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। ফুটবলাররা উইকেট নষ্ট করে ফেলেছে। তিনি আরও বলেন, ক্রিকেট আভিজাত্যের খেলা, মাঠের অধিকার আদায়ে আমরা মারামারি করতে প্রস্তুত।
আসিফের এমন মন্তব্যে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার এ ধরণের মন্তব্যকে দুঃখজনক বলেছে বাফুফে। এসব মন্তব্যকে অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক অ্যাখ্যা দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর এক চিঠি দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
চিঠিতে বলা হয়েছ, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’
‘ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন একটি প্ল্যাটফর্ম, যা আমাদের জাতিকে একত্র করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা উভয়ই প্রতিশ্রুতি দিয়েছি যে, দেশের সব ক্রীড়া ফেডারেশন একসঙ্গে কাজ করবে একটি সুস্থ, দৃঢ় ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।’

বিসিবি বরাবর বাফুফের চিঠি। ছবি- সংগৃহীত
মাঠের অধিকার আদায়ে আসিফের মারামারি করতে চাওয়ার মন্তব্যটি কোনো হুমকি কিনা সেই ব্যাখ্যাও চেয়েছে বাফুফে, ‘যখন ‘মারামারি’ শব্দটি উচ্চারতি হয়, তখন আরও গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরণের হুমকি? এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রতাশ্যা করছি।’
সবশেষে বিষয়টির সুরাহা চেয়ে বিসিবি সভাপতির উদ্দেশ্য বলা হয়েছে, ‘আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট। আমি বিশ্বাস করি, আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না; বরং আপনি এখনই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদীর মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন।’
এছাড়া বাংলাদেশের ক্রিকেটসহ সকল খেলাধুলার সফল যাত্রা কামনা করেছেন বাফুফে সভাপতি।
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/বিটি