
আগামী শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশে পর্দা উঠবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল মঙ্গলবার (৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল। তবে চলমান ভারত-পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের যুবাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সম্প্রতি কাশ্মিরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের উত্তেজনা চলছে। এরই মধ্যে গতকাল (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পালটা হামলা চালায় পাকিস্তানও। দুই দেশের মধ্যে যখন অস্থিরতা চরমে, তখন ভারতে থাকা বাংলাদেশের যুবাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা।
তবে বাংলাদেশের যুবাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়েনি যুবারা। তাছাড়া সামনে কোনো ইস্যু তৈরি হবে না বলে আশাবাদী বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
আরও পড়ুন:
» টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ভারতের অধিনায়কের
» অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ
ফাহাদ বলেন, ‘এটা সাফের টুর্নামেন্ট। এখানে সাফ আছে, ভারতের ফুটবল ফেডারেশন আছে। কোনো সমস্যা হলে ভারত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছ। এখন পর্যন্ত কোনো ইস্যু হয়নি। আমরা আশা করি সামনেও কোনো রকম ইস্যু হবে না।’
এদিকে গতকাল ভারতে পৌঁছে বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। আজ প্রথমদিনের মতো অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম দিনের অনুশীলন কেমন কেটেছে সেটা জানিয়েছেন ছোটন।
বাফুফের প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা গতকাল লম্বা জার্নি করে এখানে এসেছি। এজন্য গতকাল আমরা পুরোপুরি বিশ্রামে ছিলাম। আজ প্রথম ট্রেনিং সেশন করেছি। ছেলেরা বেশ চনমনে ছিল। ট্রেনিং সেশন বেশ ভালো হয়েছে।’
গত সাফে শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। এবারও যুবাদের এই দল নিয়ে শিরোপা ঘরে তুলতে আশাবাদী কোচ ছোটন। তিনি বলেন, ‘আশা করি, ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে এখান থেকে আমরা ভালো কিছু নিয়েই দেশে ফিরতে পারব ইনশা-আল্লাহ।’
আগামী ৯ মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি
