
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ায় বসবে ২০২৬ এএফসি ফুটসাল এশিয়ান কাপের ১৮তম আসর। তার আগে চলতি বছরের সেপ্টেম্বরে বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে। যেখানে অংশ নেবে বাংলাদেশও। এই বাছাইপর্বের জন্য বাংলাদেশ দলে ইরানের কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রথমবারের মতো এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাছাই পেরিয়ে টুর্নামেন্টের মূল পর্বে খেলটে টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফলতম দেশ ইরানের থেকে কোচ আনছে বাফুফে। বাংলাদেশ ফুটসাল দলের প্রথম কোচ হয়ে আসছেন ইরানের সাঈদ খোদারাহমি। তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান।

বাংলাদেশ ফুটসাল দলে কোচ সাঈদ খোদারাহমি। ছবি- সংগৃহীত
আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় দলের ফুটসাল দলের সঙ্গে কাজ শুরুর কথা রয়েছে সাঈদের। ইমরানুর বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় আসবেন সাঈদ। এরপর দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। সেপ্টেম্বর পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন তিনি।’
আরও পড়ুন:
» র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার
» হাতছানি দিচ্ছে বড় সুখবর, এবার দরকার হোয়াইটওয়াশ
এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫৯ বছর বয়সী সাঈদের। ২০১২-১৬ সাল পর্যন্ত মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এই ইরানি কোচ।
ফুটসালের বাছাইপর্বের মোট ৩১টি অংশ নেবে। দলগুলো ৮ গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। যেখানে গ্রুপ ‘এইচ’ ছাড়া বাকি সব গ্রুপেই ৪টি করে দল খেলবে। এর মধ্যে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং বাকি ৭ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ মোট ১১টি দল মূল পর্বের টিকিট পাবে। আর স্বাগতিক দল হিসেবে আগেই টুর্নামেন্টের টিকিট নিশ্চিত হয়েছে ইন্দোনেশিয়ার।
ফুটসালের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইরান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ২০ সেপ্টেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর স্বাগতিক মালয়েশিয়া এবং ২৪ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৩জুলাই২৫/বিটি
