Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট মূল্য ও প্রাপ্তির স্থান জানালো বাফুফে

bangladesh football fedaration
বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামীকাল ১১ জুলাই থেকে মাঠে গড়াবে নারীদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ২১ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বনিম্ন ৫০ টাকায় পাওয়া যাবে টিকিট।

বৃহস্পতিবার নিজেদের ভেড়িফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফুটবল ফেডারেশন। এতে বলা হয়, বসুন্ধরা কিংস অ্যারেনার পূর্ব ও পশ্চিম গেটে ম্যাচের দিন দুপুর ১২টার পর থেকে টিকিট পাওয়া যাবে।

প্রতিটি ম্যাচের জন্য সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিংস অ্যারেনার ইস্টার্ন গ্যালারি ৫০ টাকা, নর্দান গ্যালারি ৫০ টাকা এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা।

আরও পড়ুন:

» এবার এশিয়া কাপ বৈঠকেও বাংলাদেশে আসতে চায় না ভারত

» এজবাস্টনে সাফল্যের পর এবার লর্ডসে বাংলাদেশি আম্পায়ার

দক্ষিণ এশিয়ার নারীদের বয়সভিত্তিক টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামীকাল। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এই আসরে খেলবে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। কাল বেলা ৩টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আয়োজন।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটি ম্যাচই গড়াবে বসুন্ধরা স্পোর্টস অ্যারেনায়।

ইতোমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে না খেলার বিষয়ে অবহিত করেছে। ভারত সরে যাওয়ায় এবারের টুর্নামেন্টটি হবে ভিন্ন পদ্ধতিতে। যেখানে থাকছে না কোনো নকআউট ম্যাচ। চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে দুই বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ পয়েন্টধারী দল হবে চ্যাম্পিয়ন।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল