
হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। গতকাল সোমবার (১২ মে) ইনস্টাগ্রামের এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। ভারতের সাদা আর দেখা যাবে না এই তাকে। তাই এই তারকার ১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে এবার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকরা।
কোহলির প্রতি সম্মান জানাতে আইপিএলের ম্যাচে বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামকে সাদা রঙে সাজানোর উদ্যোগ নিয়েছে আরসিবির সমর্থকরা।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয় আইপিএল। তবে আগামী ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি। আর সেদিনই মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরে মাঠে আরসিবির প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচেই সাদা রঙে সাজবে স্টেডিয়াম।
আরও পড়ুন:
» গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
» প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে যা করতে হবে হামজাদের
কেকেআরের বিপক্ষে আসন্ন ম্যাচে দর্শকদের সাদা পোশাকে স্টেডিয়ামে আসার আহ্বান জানানো হয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কোহলির এক সমর্থক এই প্রস্তাব উত্থাপন করেন। পরে ধীরে ধীরে এটি জনপ্রিয়তা পেতে শুরু করে এবং এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ক্যাম্পেইন চালাচ্ছে আরসিবি সমর্থকেরা। এছাড়া স্টেডিয়ামের বাইরে জার্সি বিলি করার জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনাও করছে তারা।
গত সপ্তাহেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভারতের আরেক তারকা কোহলিও টেস্ট অধ্যায়ে ইতি টানেন। তবে কোহলির অবসর ঘোষণায় ক্রীড়া বিশ্বে নেমে আসে চমক। তার অবসরে আবেগাপ্লুত হয়ে পড়েন তার ভক্তরা।
২০১১ সালে টেস্টে অভিষেক ঘটে কোহলির। ১৪ বছরের ক্যারিয়ারে ১২৩টি টেস্টে ৯২৩০ রান করেছেন তিনি। যেখানে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি রয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি
