
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে নিজেদের প্রথম ইনিংসে বেন ক্যারানের সেঞ্চুরিতে ৩০০ পেরিয়ে গেলো জিম্বাবুয়ে।
ম্যাচে টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পেসারদের তোপের মুখে পড়ে মাত্র ১২৭ রানেই গুটিয়ে যায় আফগানরা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান সংগ্রহ করেন উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ্ গুরবাজ, আবদুল মালিক করেন ৩০ রান। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট শিকার করেছেন ব্রাড ইভানস, মুজারাবানি নিয়েছেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। বেনেটের আউটের পর ওয়েলস কে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন বেন। ব্যক্তিগত ৪৯ রানে ওয়েলস আউট হলেও ফিফটি তুলে নেনে বেন।
১৫৪ রানে ৩য় ও ১৬৫ রানে ৪র্থ উইকেট হারালে সিকান্দার রাজা কে নিয়ে ৯৯ রানের জুটি গড়েন বেন। ৮৮ বলে ৬৫ করে রাজা আউট হলেও ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি বেন। তার সেঞ্চুরিতে ভর করেই বড় সংগ্রহের পথে আগাচ্ছে জিম্বাবুয়ে।
ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এআই
