জুভেন্টাসের বিপক্ষে একের পর এক আক্রমণ চালিয়েও গোল সহজে গোল পায়নি রিয়াল। শেষ পর্যন্ত গোল করেছেন জুড বেলিংহাম। তাঁর একমাত্র গোলেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে মাদ্রিদে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারায় রিয়াল। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ পেলেও গোলের দেখা পায়নি দলটি। ম্যাচের শুরুতে রিয়ালের ডিফেন্স যথেষ্ট চাপে ছিল। সপ্তম মিনিটে কালুলুর পাস থেকে প্রায় গোলের দেখা পেতে যাচ্ছিল জুভেন্টাস, কিন্তু সেটি ঠেকিয়ে দেন রাউল অ্যাসেনসিও। এছাড়া ১০ তম ও ১৪তম মিনিটে ম্যাকিকি ও গাত্তির শট রুখে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের নেওয়া শট গোল থেকে বাঁচিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক মিকেল গ্রেগরি। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে গোল আসে। ভিনিসিয়ুস জুনিয়রের শট গোলপোস্টে লেগে ফিরে এলে বেলিংহাম খুব কাছ থেকে গোল দিয়ে দেন। এটাই ম্যাচের একমাত্র গোল যা রিয়ালের জয় নিশ্চিত করে।
এই গোলটি বেলিংহামের জন্যও বিশেষ এক প্রত্যাবর্তন। কেননা কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। কিন্তু এদিন পুরো ৯০ মিনিট খেলেছেন, গোলও করেছেন ফলে চ্যাম্পিয়নস লিগে নিজের নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করলেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।
এ জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে আছে রিয়াল মাদ্রিদ। আগের দুটি ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে এবং আলমাতির বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল তারা। অন্যদিকে জুভেন্টাস এখনো জয়ের দেখা পায়নি। তাদের আগের দুটি ম্যাচই ছিল ড্র।
একই রাতে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও সহজ জয় পেয়েছে। আলিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়ান ক্লাব ব্রুগাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। বায়ার্নের গোলগুলো করেছেন লেনার্ট কার্ল, হ্যারি কেইন, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।
রিয়াল ও বায়ার্ন দুই দলেরই তিন ম্যাচে তিনটি করে জয়। দুই ক্লাবই এখন লিগের প্রাথমিক ধাপে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/টিএ