Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে বিসিসিআইয়ের নির্দেশ

Mustafizur
বাদ যাচ্ছে মুস্তাফিজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এজন্য কলকাতাকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্যমত অনুযায়ী, দেশের ভেতরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেকেআরকে একজন ক্রিকেটার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বলা হয়েছে এবং পরিবর্তে অন্য যেকোনো ক্রিকেটার নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।

শনিবার ভারতের আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণাকে সামনে রেখে বিসিসিআইয়ের বৈঠক রয়েছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মুস্তাফিজের বিষয়টি সামনে আসে। দেবজিৎ সাইকিয়া জানান, নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার জন্য নির্বাচকদের সঙ্গে আলোচনা চলছে এবং বিকেলেই স্কোয়াড প্রকাশ করা হবে।



এর আগে অবশ্য এই ইস্যুতে ভিন্ন সুর শোনা গিয়েছিল বিসিসিআইয়ের ভেতর থেকেই। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক বক্তব্যে বোর্ডের এক কর্মকর্তা বলেছিলেন, কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ক্রিকেটে পড়বে না এবং বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ তাদের হাতে আসেনি। সে সময় বিসিসিআইয়ের অবস্থান ছিল, বাংলাদেশ ভারতের শত্রু দেশ নয় এবং মুস্তাফিজ আইপিএল খেলবেন।

তবে সাম্প্রতিক দিনগুলোতে ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা বিষয়টিকে আরও উসকে দিয়েছে। সেই চাপের মধ্যেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত এলো।

উল্লেখ্য, আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার কেকেআরের ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। এর আগে আইপিএলের আট আসরে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। কিন্তু এবারের আসরে তার মাঠে নামা নিয়ে এখন বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় কলকাতা ফ্র‍্যাঞ্চাইজি থেকে মুস্তাফিজকে কি সিদ্ধান্ত জানায়।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট