আইপিএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একেবারে শীর্ষ পর্যায় থেকে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের সদস্যদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলকেও বিষয়টি জানানো হয়নি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দিতে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটি বোর্ডের ভেতরে আলোচনার ফল নয়। আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, তারা নিজেরাই এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন সংবাদমাধ্যমের মাধ্যমে। তার মতে, কোনো সভা হয়নি, কোনো পরামর্শও নেওয়া হয়নি।
মুস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের অবস্থান জানতে চেয়ে সংবাদমাধ্যমটি বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গেও যোগাযোগ করে। তবে তিনি এ বিষয়ে প্রশ্নের কোনো জবাব দেননি। পরে ৩ জানুয়ারি গুয়াহাটিতে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে সাইকিয়া বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে। প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।
এই সিদ্ধান্তের পরই দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আগামী টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠিও দেয় বিসিবি।
ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানায়, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটের বাইরেও পড়েছে। এরই মধ্যে বাংলাদেশ নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতার পর তাকে কেনে কেকেআর। আইপিএলের ইতিহাসে এটিই কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। বিসিসিআইয়ের অনুরোধের ভিত্তিতেই মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি।
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৬/টিএ
