Connect with us
ক্রিকেট

জাহানারার বিস্ফোরক মন্তব্যের কড়া জবাব বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাহানারা আলম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জাহানারা আলম। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে দলের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমের অভিযোগ নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়া। নারী দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ তুলেছেন জাহানারা।

অনেকদিন ধরে দলের বাইরে থাকা জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখান থেকে এক সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ তোলেন জাহানারা।

নারী দলের এক সময়ের নিয়মিত মুখ এই পেসারের এমন মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে বোর্ড।



আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক এক সদস্যের মাধ্যমে গণমাধ্যমে প্রদত্ত কিছু মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে তিনি বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেছেন।’

বিসিবি এসব অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন, মনগড়া ও অসত্য বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আরো বলেছে, ‘এসব মন্তব্যের সময়কাল ও ইচ্ছাকৃত, দূরভিসন্ধিমূলক এবং এমন এক দলের মনোবল ও ঐক্য নষ্টের উদ্দেশ্যে করা হয়েছে, যারা দেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করছে। আরও হতাশাজনক বিষয় হলো, যিনি এই মন্তব্যগুলো করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো পরিকল্পনা বা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন এবং প্রাসঙ্গিকতাও নেই, তবু বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।’

বোর্ডের তদন্তে কোনো অভিযোগেরই প্রমাণ মেলেনি, এবং বিসিবি দলের সদস্য ও সংশ্লিষ্ট সবার পাশে দৃঢ়ভাবে রয়েছে বলেও জানায় বিসিবি।

ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট