প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই চলছে নাটকীয়তা। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের সব ম্যাচ আয়োজিত হবে শ্রীলঙ্কায়।
বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার জেরে নিরাপত্তাহীনতার অযুহাতে আইপিএল থেকে বাদ দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এর জবাবে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসির সাথে কয়েক দফা বৈঠক হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানায় আইসিসি। বিশ্বকাপে না খেলায় বড় ছুটি পাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা। তবে এই ছুটিতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এবার জানা গেল ৩টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
আজ (শুক্রবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, ক্রিকেটারদের লোকসান কিছুটা পুষিয়ে দিতে আর তাদের খেলার মধ্যে রাখতে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিসিবির উদ্যোগে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
৩ দলের টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি। যেখানে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও থাকবেন এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররাও। আগামী রোববার প্রকাশ হতে পারে পূর্ণাঙ্গ সূচী। শোনা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলায় শুরু হতে পারে তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
টুর্নামেন্টের মাধ্যমে একই সাথে খেলোয়াড়দের মানসিক চাপমুক্ত রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়েও নজর দেওয়া হচ্ছে। এর আগে গতকাল (বৃহস্পতিবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম গণমাধ্যমকে বলেন, ‘আর্থিক বিষয় তো জড়িয়ে আছেই। কিন্তু সবার আগে নিরাপত্তার বিষয়। ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার তো আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/এআই
