
বিসিবির স্কুল ভিত্তিক ক্রিকেট অনেক আগে থেকেই চালু আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনার জন্য বিসিবি এবার পরিকল্পনা নিয়েছে মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা। যাতে করে সেখান থেকেও অনেক প্রতিভা উঠে আসে।
মাদ্রাসা ক্রিকেট নিয়ে গতকাল সেলিব্রেশন নাইটে সাংবাদিকদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এখনো বিস্তারিত আলোচনা হয়নি। আমরা পরিকল্পনা করছি। চেষ্টাও করছি, কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। আপাতত ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।’
কেন হঠাৎ মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব উপলব্ধি করছে বিসিবি-সে ব্যাখ্যায় বুলবুল বলেন, ‘মাদ্রাসায় এখন লাখ লাখ ছাত্র আছে। তাদেরকে ক্রিকেটের ফ্যান বানাতে এবং সেখান সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।’
বুলবুল জানিয়েছেন, তাঁরা ক্রিকেটে সব বয়স, সব সেক্টরের মানুষকে অন্তর্ভুক্ত করতে চান।
সম্ভাব্য সূত্রে জানা গেছে, মাদ্রাসায় ১০ ওভারের ক্রিকেট হতে পারে। তাছাড়াও সুনির্দিষ্ট করে বললে, আসর থেকে মাগরিবের যে গ্যাপ সময়টা রয়েছে সে সময়েই মূলত আয়োজনের উদ্দেশ্য।
ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/টিএ
