Connect with us
ক্রিকেট

আইসিসিকে জানাল বিসিবি

নিরাপত্তার শঙ্কায় ভারতে দল পাঠাবে না বাংলাদেশ

BCB
আইসিসির কাছে ভেন্যু বদলের অনুরোধ বিসিবির। ছবি: সংগৃ

ভারতের মাটিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে আজ আইসিসিকে ই–মেইল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে দল পাঠানো সম্ভব নয়। একইসঙ্গে বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধও জানিয়েছে বোর্ড।

টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আপাতত ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার দুপুরে ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।



আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিসিবির ভেতরে আলোচনা চলছিল। গতকাল রাতেও পরিচালকেরা অনলাইনে বৈঠকে বসেন। সে সময় অধিকাংশ পরিচালক পরিস্থিতি পর্যবেক্ষণের পক্ষে মত দিয়েছিলেন এবং তড়িঘড়ি কোনো কঠোর সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন। তবে সরকারের অবস্থান পরিষ্কার হওয়ার পর আজকের সভায় বোর্ডের সিদ্ধান্তে পরিবর্তন আসে।

বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘এ নিয়ে আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দেব। তখন বোর্ডের অবস্থান পরিষ্কার হবে।’

বিসিবির একটি সূত্র জানিয়েছে, মুস্তাফিজকে ঘিরে উগ্রপন্থীদের হুমকির বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বর্তমান সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বে বাকি তিনটি ম্যাচও রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে।

এরই মধ্যে আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ও ভেন্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট