Connect with us
ক্রিকেট

উইন্ডিজ সিরিজে সৌম্যের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিসিবি

Gazi Ashraf Lipu talked about Soumya Sarkar
সৌম্যের বিষয়ে কথা বললেন নির্বাচক লিপু। ছবি- সংগৃহীত

লম্বা সময় পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন সৌম্যের অভিজ্ঞতা কাজে লাগাতেই উইন্ডিজ সিরিজের দলে রাখা হয়েছে তাকে।

এর আগে সর্বশেষ গেল ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে খেলেছিলেন সৌম্য। প্রায় দীর্ঘ ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৭৬টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। যেখানে তার নামের পাশে রয়েছে ২১৯৮ রান। অর্ধশতক আছে ১৩টি। গেল বছর নভেম্বরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলেছিলেন তিনি। যেখানে আছে তার একটি ফিফটি।

সৌম্যকে দলে রাখার বিষয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’



এদিকে আয়গানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি সৌম্য। কিন্তু ভিসা জটিলতার কারণে শেষ পর্যন্ত খেলতে যেতে পারেননি। বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না তিনি। তবে এবার টপ অর্ডার বেটার লিটন দাস ও পারভেজ ইমনের অনুপস্থিতিতে সৌম্যের ওপর ভরসা রাখছে দল। বাদ পড়েছেন নাঈম শেখ।

আগামী শনিবার (১৮ অক্টোবর) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশের। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। সেই সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হিসেবে থাকছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট