টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিরাপত্তা ইস্যুতে আইসিসির দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলতে আজ আইসিসিতে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
শনিবার রাতে বিসিবির বোর্ড সভায় উপস্থিত ১৭ জন পরিচালকের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্র জানিয়েছে, বিশ্বকাপের আগে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আইসিসির কাছ থেকে স্পষ্ট অবস্থান জানতে চায় বিসিবি।
চিঠিটি মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটের কাছে পাঠানো হবে। সেখানে তিনটি বিষয় আলাদা করে তুলে ধরা হবে। প্রথমত, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব সে বিষয়ে আইসিসির মূল্যায়ন জানতে চাইবে বিসিবি। দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা এবং তার প্রভাব কীভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে, সেটির ব্যাখ্যা চাওয়া হবে। তৃতীয়ত, শুধু খেলোয়াড় নয় দল সংশ্লিষ্ট কর্মকর্তা, বোর্ড পরিচালক, ম্যাচ অফিসিয়ালদের পাশাপাশি দর্শক ও সংবাদমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলবে বোর্ড।
এদিকে, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। তবে মুস্তাফিজ ইস্যুর পর ভারতকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে এই সূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিসিবির ভেতরে।
এদিকে চলতি বছর ভারতের বাংলাদেশ সফরে সাদা বলের দুটি সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই সফর নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই দেশের সম্পর্ক এমন পর্যায়ে থাকলে ক্রিকেটেও সেটার প্রভাব পড়বে বলে মনে করেন অনেকে।
গণমাধ্যমকে বিসিবির একজন শীর্ষ পরিচালক জানিয়েছেন, বোর্ড পরিস্থিতিকে হালকাভাবে দেখছে না। আইসিসির কাছ থেকে স্পষ্ট ও লিখিত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত বিশ্বকাপ সংক্রান্ত প্রস্তুতি ও নিরাপত্তা প্রশ্নে তারা সতর্ক অবস্থানেই থাকবে।
উল্লেখ্য, আইপিএল ২০২৬ কে সামনে রেখে নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তারা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/টিএ
