মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এখন দেশের ক্রীড়াঙ্গনের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আইপিএল থেকে বাংলাদেশি পেসারকে বাদ দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে। এরই মধ্যে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই বিষয়ে আইসিসিকেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেই চিঠির জবাব দিয়েছে আইসিসি। গতকাল রাতে পাঠানো চিঠিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা টুর্নামেন্টে বাংলাদেশের নিশ্চিন্তে অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে বিসিবির পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে তারা।
এই প্রেক্ষাপটেই আজ (বুধবার) গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিসিবি। বিকেল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করবেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ১৪ জন পরিচালক সরাসরি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকজন পরিচালক ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।
ক্রীড়া উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের মূল আলোচনার বিষয় থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি। আইসিসির চিঠির জবাব, বাংলাদেশের অবস্থান এবং পরবর্তী করণীয় কি হবে সবকিছু নিয়েই আলোচনা হওয়ার কথা। সভা শেষে বিসিবির অবস্থান আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সবাই।
উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে দীর্ঘক্ষণ কাড়াকাড়ির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ফিজের সঙ্গে সেই চুক্তি বেশ বড় এক অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় কিছু হিন্দুত্ববাদী সংগঠনের চাপে বিসিসিআইয়ের নির্দেশে ফিজকে ছাড়তে বাধ্য হয় কেকেআর।
এই ঘটনার পরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর দাবিও জানানো হয় আইসিসির কাছে।এ ব্যাপারে আইসিসিকে চিঠিও পাঠানো হয়।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
