বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের অস্থিরতার মুখে পড়ল চট্টগ্রাম রয়্যালস। আর্থিক সংকট দেখিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ। উদ্ভূত এমন পরিস্থিতিতে দলটির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব নিয়েই দলের মেন্টরের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে হাবিবুল বাশার সুমনকে।
আজ বৃহস্পতিবার সকালে বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, তারা আর দল পরিচালনা করতে পারছেন না। চিঠিতে স্পষ্টভাবে আর্থিক সমস্যার কথা উল্লেখ করা হয় এবং বোর্ডকে দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। পরে বিপিএল গভর্নিং কাউন্সিল বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে।
বিপিএলের কর্মকর্তারা এরপর চট্টগ্রাম দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে আলাদা বৈঠক করেন। সেখানেই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বিসিবির হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দল বুঝে নেওয়ার পরই ব্যবস্থাপনায় হাত দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া প্রধান কোচ হিসেবে যুক্ত করা হয়েছে মিজানুর রহমান বাবুলকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই কোচিং স্টাফ ও দল ব্যবস্থাপনার বাকি কাঠামো চূড়ান্ত করা হবে।
এদিকে বিসিবির অধীনে যাওয়ার পর বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। দলটির স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের বিরুদ্ধে এর আগে খেলোয়াড়দের পারিশ্রমিক ও ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠে, যা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা চলছিল।
আগামীকাল ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা দলটির।
তবে মাঠে নামার আগে এখনও পুরো প্রস্তুতি সম্পন্ন হয়নি চট্টগ্রামের। দলীয় সরঞ্জাম পুরোপুরি বুঝে পাওয়া যায়নি। প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস কবে বাংলাদেশে আসবেন, সেটিও অনিশ্চিত। এর মধ্যেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন তিন বিদেশি ক্রিকেটার পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা।
জানা গেছে, পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কারণেই তারা বিপিএলে খেলতে অনাগ্রহ দেখান। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের একটি অংশ পরিশোধ করার কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস তা করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।
সব মিলিয়ে বিপিএল শুরুর আগেই নতুন ধরনের সংকট সামলাতে হচ্ছে বিসিবিকে। বোর্ডের নিয়ন্ত্রণে গিয়ে চট্টগ্রাম রয়্যালস কতটা মাঠের পারফরম্যান্স-এ মনোযোগ দিতে পারে সেটাই এখন আলোচনার বিষয়।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৫/টিএ
