ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানীর বিজয়নগরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদি। গতকাল রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে বিসিবি।

গতকাল শুক্রবার জুম’আর নামাজ আদায় শেষে রাজধানীর পল্টন এলাকার বিজয়নগরে এক আততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। কানের নিচ দিয়ে ঢুকে গুলি মাথায় প্রবেশ করে। প্রচুর রক্তক্ষরণ হওয়া অবস্থায় তাকে সাথে সাথে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একটি মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত সরে পড়ে তারা।
এর আগে দুপুর ২টার দিকে নির্বাচনী প্রচারে অংশ নিতে বের হয়েছিলেন ওসমান হাদী ও তার সহকর্মীরা। পরিকল্পনা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়ে পরে প্রচারণা চালানো। সেই উদ্দেশ্যেই রওনা দেন তিনি। কিন্তু বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে একদল মোটরসাইকেল আরোহী তার ওপর গুলি চালায় এবং দ্রুত স্থান ত্যাগ করে। হাদীর সঙ্গে থাকা সহযোগীরা জানান, ঘটনাটি ছিল পুরোপুরি পূর্বপরিকল্পিত।
ঘটনার পর সাথে সাথে হাদিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে জরুরী চিকিৎসা সম্পন্ন করে তাকে এভারকেয়ারে পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এই ধরনের ঘটনায় পুরো দেশজুড়ে একধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে হাদির এমন দুঃসময়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক ফেসবুক পোস্টের মাধ্যমে হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। তার মুখপাত্র হিসেবেই দায়িত্বপালন করছেন ওসমান হাদি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/টিএ