
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে চলমান ভারত-পাকিস্তানের সংঘাতের কারণে সেখানে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল (৮ মে) পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালায় ভারত। এরপরই পিছিয়ে নেওয়া হয় গতকালের পিএসএল ম্যাচটি। তবে সামনেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো সেখানেই অনুষ্ঠিত হবে।
এদিকে গতকালের হামলার পর নাহিদ-রিশাদদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়। এই দুই ক্রিকেটারকে দ্রুতই দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভাবছিল বিসিবি। টুর্নামেন্টের বাকি অংশ না খেলেই দেশে ফেরার কথা ছিল তাদের। তবে টুর্নামেন্ট আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় নাহিদ-রিশাদরাও সেখানে যাচ্ছেন।
আরও পড়ুন:
» নিরাপত্তাজনিত কারণে ভারত ছাড়তে চান বিদেশি ক্রিকেটাররা!
» স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ নিয়ে যা জানা গেল
আজ রাতেই আরব আমিরাতে যাবেন নাহিদ-রিশাদরা। এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
ফারুক বলেন, ‘আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সাম্প্রতিক এই ঘটনার পর ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি নিজেও পিএসএলের সিইও এর সাথে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি। আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম।’
‘আপনারা জানেন, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না, আরও অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সবার জন্যই কিভাবে এটার সমাধান বের করা যায় যে চেষ্টাই চলছিল। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে সবাইকে কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া যায়।’-যোগ করেন তিনি।
এছাড়া পিএসএল কাভার করতে পাকিস্তান যাওয়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে তাদেরও যেন আরব আমিরাতে নেওয়া হয় সেটা নিয়ে কাজ করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি
