বিশ্বকাপে অংশ না করলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বোর্ড। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের প্রতি সম্মান ও সমর্থনের প্রশ্নে তাদের অবস্থান আগের মতোই স্পষ্ট এবং অটুট।
বিসিবি বলছে, সাম্প্রতিক সময়ে একজন পরিচালকের করা কিছু মন্তব্য উপযুক্ত নয়, আপত্তিকর বা কষ্টদায়ক হিসেবে বিবেচিত হতে পারে এমন উদ্বেগ বোর্ডের নজরে এসেছে। এ ধরনের বক্তব্যের জন্য বিসিবি দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে তারা আরও স্পষ্ট করেছে, এসব মন্তব্য বিসিবির মূল্যবোধ, নীতিমালা কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না।
বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়, বিসিবির মনোনীত মুখপাত্র বা মিডিয়া ও কমিউনিকেশনস বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের মন্তব্যের দায় বিসিবি নেয় না। বিসিবির অনুমতি ব্যতীত চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো বক্তব্য সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত মতামত হিসেবেই বিবেচিত হবে।
ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ বা বক্তব্য যদি বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও মর্যাদার ক্ষতি করে, সে ক্ষেত্রে বোর্ড যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পিছপা হবে না বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে অতীত ও বর্তমান সব ক্রিকেটারের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান পুনর্ব্যক্ত করেছে বিসিবি। বোর্ডের মতে, ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটের মূল ভিত্তি। দেশের হয়ে যারা নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন, তাদের অবদান, মর্যাদা ও কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।
বিবৃতির শেষাংশে বিসিবি জানিয়েছে, খেলাটির সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহি এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেটারদের স্বার্থ ও সম্মান রক্ষায় বোর্ড তার দায়িত্ব পালন করে যাবে।
এর আগে বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক নাজমুল বিশ্বকাপে না খেললে ক্ষতিপূরণ প্রসঙ্গে বলেন, এতে বোর্ডের নয়, বরং ক্রিকেটারদেরই ক্ষতি হবে। তার মতে, ম্যাচ খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি ও পারফরম্যান্সভিত্তিক পুরস্কার পান, বোর্ডের লাভ-ক্ষতির প্রশ্ন সেখানে আসে না। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আশানুরূপ পারফর্ম না করলে যখন বেতন কাটা হয় না, তখন ক্ষতিপূরণ দেওয়ার যুক্তি কোথায়।
এই মন্তব্যের পরই ক্রিকেটাঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষাপটে বুধবার নিজেদের অবস্থান স্পষ্ট করে আনুষ্ঠানিক বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/টিএ
