গত রাতের পর হঠাৎই একটি খবরে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল আলোচনা তৈরি হয়। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের দাবি মানছে না আইসিসি। বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে বাংলাদেশ এমন বক্তব্য নাকি জানিয়ে দেওয়া হয়েছে। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয় তারা এমন কোনো নোটিশ পাননি।
তবে খবরের সত্যতা যাচাই করার জন্য বুধবার বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ খবর অস্বীকার করে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই জানান এই বিষয়ে আইসিসি আনুষ্ঠানিকভাবে এমন কোনো অবস্থান বিসিবিকে জানায়নি।
বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য আরও স্পষ্ট। বুধবার সকালের দিকে যোগাযোগ করা হলে গণমাধ্যমে মুঠোফোনে বলেন, ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সঠিক নয়। তার মতে, “আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, কিন্তু এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”
আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বুলবুল জানান, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আসলে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছে। “আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যেতে চাইছি না। আমরা লিখিতভাবেই জানিয়েছি, আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ আছে। সেই কারণেই আমরা ভারতে খেলতে অনিচ্ছুক,” বলেন বিসিবি সভাপতি।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে আইসিসি আবারও বিসিবির কাছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। কোন কোন কারণে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, সেগুলো পূর্ণাঙ্গভাবে তুলে ধরতে বলা হয়েছে। “আমরা সেই ব্যাখ্যা দেব। এরপর আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটি তখনই বলা যাবে,”।
তবে একটি বিষয়ে পরিষ্কার অবস্থান নিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, “আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে, না হলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো কথা আইসিসি বলেনি।”
সব মিলিয়ে, মধ্যরাতে ছড়িয়ে পড়া গুঞ্জনের সঙ্গে বাস্তব সত্যের কোনো মিল নেই বলে জানান বিসিবি প্রেসিডেন্ট।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
