সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবারের সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসে প্রয়াত এই নেত্রীর সঙ্গে নিজের স্মৃতির কথা তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
খালেদা জিয়ার সঙ্গে প্রথম স্মরণীয় অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বুলবুল ফিরে যান ১৯৯৭ সালের আইসিসি ট্রফির সময়ে। সে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন সংবর্ধনার কথা উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন বিএনপির পক্ষ থেকে মিন্টু রোডে দেওয়া এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিচ্ছাকৃত একটি ভুল হয়েছিল তার। “আমি তখন সহ-অধিনায়ক। বক্তৃতার সময় প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বলে ফেলেছিলাম। সঙ্গে সঙ্গে পুরো মঞ্চ নীরব হয়ে যায়। তখনই নিজের ভুল শুধরে নিই। আইসিসি ট্রফি ঘিরে যত অনুষ্ঠান ছিল, সেটাই ছিল আমার শেষ অনুষ্ঠান,” বলেন বুলবুল।
সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া রাষ্ট্রীয় সম্মানকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি। তার মতে, সার্কভুক্ত বিভিন্ন ক্রিকেট আসরে ভালো পারফরম্যান্সের পর খেলোয়াড়দের দাওয়াত দিতেন খালেদা জিয়া। তিনি বলেন, “জীবনের সবচেয়ে বড় পুরস্কার, রাষ্ট্রীয় সম্মান, তার হাত থেকেই পেয়েছি। আমরা সবাই তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন,”।
ব্যক্তিগত কথোপকথনের স্মৃতিও তুলে ধরেন বুলবুল। তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে দু’বার সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল তার। একবার রাষ্ট্রীয় পদক গ্রহণের সময়, আরেকবার আইসিসি ট্রফির সংবর্ধনার পর নৈশভোজে। “সেই ডিনারে খেলাধুলা নিয়ে আলাপ হয়েছিল,”।
খালেদা জিয়ার ক্রীড়াবান্ধব ভূমিকার কথাও স্মরণ করেন বিসিবি সভাপতি। তার মতে, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে বিভিন্ন সরকারের সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সময় নতুন ভেন্যু তৈরির কথা উল্লেখ করে তিনি বলেন, “মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি ভেন্যু তখন গড়ে উঠেছিল। খেলোয়াড় হিসেবে যতটুকু সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সে সময় তা পেয়েছি।”
প্রয়াত নেত্রীর বিদায়ে শোক প্রকাশ করে বুলবুল বলেন, তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৫/টিএ
