
অনেকদিন ধরেই রানখড়ায় ভুগছিলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাক মারার পর আর জায়গা হয়নি একাদশে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন সৌম্য।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সৌম্য। তবে ভিসা জটিলতায় আরব আমিরাতে যেতে পারেননি তিনি। যে কারণে ওই সিরিজে খেলা হয়নি তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকে দলে রেখেছেন নির্বাচকরা। তবে প্রথম দুই ম্যাচে প্রত্যাশামাফিক পারফরম্যান্স করতে পারেননি তিনি। অবশেষে সিরিজের তৃতীয় ম্যাচে এসে নিজের জাত চেনালেন এই অভিজ্ঞ ওপেনার।
আজ (বৃহস্পতিবার) সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক ইনিংস খেলেন সৌম্য। অপ্লের জন্য সেঞ্চুরি মিস করে দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার মারকুটে এই ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কার মার ছিল।
সৌম্যর ইনিংস নিয়ে প্রশংসা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরে বাংলার প্রেস বক্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌম্যর প্রশংসা করে বুলবুল বলেন, ‘সৌম্য সমসমই একজন ট্যালেন্টেড ক্রিকেটার। আমি নির্বাচকদের ধন্যবাদ দেব যে, তারা তাকে কন্টিনিউ করিয়েছে। কারণ বাছাইটা এমন একটা জিনিস যে, একটা ম্যাচ খারাপের পরে আমরা পরের ম্যাচে সাধারণত তাকে ড্রপ করে দিতাম। সৌম্যর এই ব্যাটিং বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে এটা অনেক কাজ করেছে।’
তবে সৌম্য সেঞ্চুরি মিস করায় খারাপ লেগেছে বিসিবি সভাপতির। তিনি বলেন, ‘আজকে সৌম্য যেভাবে খেলেছে সেঞ্চুরি তার প্রাপ্য ছিল। এমনকি দেড়শো রানের ইনিংস খেলার কথা। কিন্তু ৯১-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে সৌম্যর যে ক্যালিবার, তাতে ১৫০ হতে পারতো। তবে সৌম্য আজকে অনেক ভালো শুরু করেছে।’
অবশ্য ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও টি-টোয়েন্টি সিরিজে সুযোগ হয়নি তার। তাই চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে দেখা যাবে না এই অভিজ্ঞ ওপেনারকে।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/বিটি
