Connect with us
ক্রিকেট

এশিয়া কাপে ভালো করার উপায় জানালেন বিসিবি সভাপতি বুলবুল

BCB president Bulbul shares ways to succeed in the Asia Cup.
আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত থেকে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চান লিটনরা। তবে এই কাজটা মোটেও সহজ হবে না। মহাদেশীয় এই টুর্নামেন্টে কিভাবে খেললে সাফল্য পাবে বাংলাদেশ দল, এবার সেই উপায়ই জানিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। যেকোনো দলের যেকোনো দলই যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তাই ম্যাচের ছোট ছোট বিষয়গুলোও বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর সেই বিষয়গুলোতেই ভালো করার পরামর্শ দিলেন বুলবুল।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, একটি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং-বোলিং দুই দলের প্রায় একই থাকে। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং কিংবা দৌড়ে নেওয়া রানগুলো।



বুলবুল বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে বেশিরভাগ দলই ব্যাটিং-বোলিং প্রায় একই রকম করে থাকে। কিন্তু পার্থক্য গড়ে দেবে ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট। যদি আমরা দৌড়ে ১৫ রান বেশি করতে পারি কিংবা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে এবং ফল নির্ধারণে বড় ভুমিকা রাখবে।’

এ ছাড়া এবারের আসরে বাংলাদেশের সম্ভাবনা জানিয়ে বুলবুল বলেন, ‘আমি আশাবাদী, এবার আমাদের দল অনেক দূর যাবে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। তবে এবারের স্কোয়াড নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।’

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট