Connect with us
ক্রিকেট

ভারত সিরিজ স্থগিত হওয়ায় বিকল্প সিরিজ আয়োজনের চিন্তায় বিসিবি

BCB plans to host a different series after India series postponed
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে আসন্ন এই সিরিজটি ভারতের আপত্তির কারণে স্থগিত হয়েছে। এক বছরেরও বেশি সময় পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে সাদা বলের এই সিরিজটি।

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। কিন্তু ভারত সফর স্থগিত হওয়ায় এশিয়া কাপের আগে আগস্টে কোনো আন্তর্জাতিক খেলা থাকছে না টাইগারদের।

তবে আই ফাঁকা সময়ে অন্য দল নিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশে কিংবা দেশের বাইরে অল্প সময়ের মধ্যে সিরিজ আয়োজনের কথা ভাবছে বোর্ড। বুধবার (১৬ জুলাই) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

আরও পড়ুন:

» মেহেদির দুর্দান্ত বোলিং, সিরিজ জয়ে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

» র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে রিশাদ, এগোলেন লিটনও 

ফাহিম বলেন, ‘আমরা ভেবেছিলাম, আগস্টে দেশের মধ্যেই কিছু ম্যাচের আয়োজন করা যায় কি না। এর আগেও আমরা এ রকম করেছি, যেখানে “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। এ রকম কিছু একটা।’

তবে শুরুতে বিসিবি দেশের ভেতরেই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও, এর পাশাপাশি দেশের বাইরে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। কিন্তু সেটা না হলে দেশের মধ্যেই এ দল ও জাতীয় দলের মধ্যে ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি।

ফাহিম বলেন, ‘এটা ছিল আমাদের আগের পরিকল্পনা। এখন আমরা ভাবছি যে, এর পাশাপাশি দেশের বাইরে গিয়ে স্বল্প সময়ে কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না। এরকম কোনো সুযোগ পাওয়া যায় কি না, আমরা সেটাই দেখছি। তবে সুযোগ না হলে, আমরা দেশেই হয়ত খেলব।’

অবশ্য গত এপ্রিল থেকেই ক্রিকেট বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। এপ্রিল-মে তে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে টাইগাররা। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আতিথ্য দেবে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট