
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে শহীদদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি বলেছে, দেশের সেইসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, যাদের আত্মত্যাগে উজ্জীবিত হয়েছে স্বাধীনতা, প্রতিবাদ ও প্রতিরোধের চেতনা।
বুধবার (১৬ জুলাই) এক শোকবার্তায় বিসিবি বলেছে, আমরা গভীরভাবে শোকাহত। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’-এ সকল শহীদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করছি।
আরও পড়ুন :
» জাকের-শামীমকে ফিনিশিংয়ের ভূমিকায় চান কোচ
» বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা (১৬ জুলাই)
শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ইতিহাসের প্রতি একটি দায়বদ্ধতা এবং জাতীয় চেতনার প্রতিফলন।
বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে স্মরণ করেছে জাতীয় ঐক্য, আত্মত্যাগ এবং স্বাধীনতার মূল্যবোধ-
(#জুলাইশহীদদিবস #আমরাস্মরণকরি #BCBRemembers #TributeToMartyrs #OneBangladesh #শ্রদ্ধাঞ্জলি)
ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৫/এসএ/এনজে
