Connect with us
ক্রিকেট

সালাহউদ্দিনে আস্থা হারিয়ে বিদেশি ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

BCB looking for foreign batting coach after Salahuddin loses confidence
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিনের চাওয়া ছিল জাতীয় দলের দায়িত্বে আসুক একজন দেশি কোচ। যার ফলশ্রুতিতে দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের পরপরই ব্যাটিং কোচের পদে থাকা ডেভিড হেম্পকে সরিয়ে দেওয়া হয়।

সালাহউদ্দিনের তত্ত্বাবধানে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ ও একটি আইসিসি টুর্নামেন্টে অংশ নিলেও, ব্যাটারদের পারফরম্যান্স ক্রমেই নিম্নমুখী। বর্তমানে দলের পরাজয়ের প্রধান কারণ হয়ে দাড়িয়েছে ব্যাটাররাই। এই পরিস্থিতিতে বিসিবি নতুন করে নড়েচড়ে বসেছে। তারা এখন বিদেশি ব্যাটিং কোচ খুঁজছে এবং এমন কোচকে প্রাধান্য দিচ্ছে যিনি দলের সঙ্গে দীর্ঘ সময় কাজ করতে পারবেন।

বুধবার (৯ জুলাই) জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

» ‘বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা মানসিকভাবে ফিট না’

» কাল শুরু টি-টোয়েন্টি সিরিজ, এবার ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

ব্যাটিং কোচ খোঁজার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারটা দেখছেন। আমি যতটুক জানি তারা ভালো মানের ব্যাটিং কোচ খুঁজচ্ছেন, যিনি নাকি লম্বা সময় কাজ করতে পারবেন দলের সঙ্গে থেকে।’

তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও শার্পনেসটা নেই। এক আসিথাকে (ফার্নান্দো) কেন্দ্র করে তাদের (শ্রীলঙ্কা) বোলিং বদলে গেল। এর সঙ্গে যারাই এসেছে, আপনি দেখেন গতকাল ওরা দুজন মিলে আমাদের ১৫ উইকেট নিয়ে গেছে। টেস্ট ম্যাচেও তাই দেখেছি। আমাদের ব্যাটারদের পাশাপাশি বোলাররাও একটু অনউজ্জ্বল ছিল।’

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট