টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন অনিশ্চিত। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে না খেলার অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসিও সূচি ও ভেন্যু পরিবর্তনের পক্ষে নয়। এমন প্রেক্ষাপটে বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।
বিপিএলের দ্বাদশ আসর শেষে শুক্রবার রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে কথা বলেন তিনি। শরিফুলের মতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি বোর্ডের। খেলোয়াড় হিসেবে তাদের কাজ মাঠে পারফর্ম করা। তিনি মনে করেন, বিশ্বকাপে যাওয়া বা না যাওয়ার বিষয়টি সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চেষ্টা করি মাঠে ভালো খেলতে, নিজেদের সেরাটা দিতে।
বোর্ডের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বাড়লেও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না এই বাঁহাতি পেসার। তিনি বলেন, বিসিবিই আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকেই আমরা সমর্থন করি। ভবিষ্যতে কী হবে, সেটা সময়ই বলবে। এ নিয়ে বেশি কিছু বলা ঠিক হবে না।
এদিকে, এবারের বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট যা এক আসরে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। এর আগে গত মৌসুমে তাসকিন আহমেদ ২৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন।
শুধু সর্বোচ্চ উইকেটশিকারিই নন, টুর্নামেন্টের সেরা বোলার ও সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন শরিফুল। যদিও ফাইনালে হারের হতাশা আছে, তবু ব্যক্তিগত অর্জনে স্মরণীয় হয়ে থাকছে তার এবারের বিপিএল।
বিশ্বকাপ ইস্যুতে অনিশ্চয়তা থাকলেও শরিফুলের অবস্থান পরিষ্কার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, আর খেলোয়াড়দের লক্ষ্য মাঠের পারফরম্যান্সে মনোযোগ রাখা।
এদিকে, দেশের ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, মাঠের বাইরের অস্থিরতা ক্রিকেটের জন্য ভালো সংকেত নয়। তবে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না গেলে এই সময়ে দেশেই নতুন ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চান তিনি। যাতে সকল ক্রিকেটাররা খেলার সুযোগ পায়।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৬/টিএ
