Connect with us
ক্রিকেট

ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে বর্ষসেরা পুরস্কার চালু করছে বিসিবি

বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

বিসিবিতে আগমনের পর থেকেই ক্রিকেটের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়ে চলেছেন বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবার ক্রিকেটারদের মনোবল, আত্মবিশ্বাস ও উৎসাহ বাড়াতে পুরস্কারের ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা মূলত দেয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরার ভিত্তিতে।

গতকাল ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বুলবুল। যেখানে উল্লেখ করা হয় দ্রুত ক্রিকেটারদের পুরস্কার প্রদানের রীতি চালু করা হবে। অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন ক্যাটাগরির সেরা খেলোয়াড়দের সম্মানিত করা হবে।

এমন উদ্যোগের উদ্দেশ্য তুলে ধরে বুলবুল বলেন, ‘হাইপারফরম্যান্স ফর অল। এর উদ্দেশ্য হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা। ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন তাদের মনোবল বৃদ্ধি করার জন্য ক্রিকেট এওয়ার্ড নাইট করব। ১ বছর না, এটা আমরা চালিয়ে যাব। শুরুতে ৪-৫ বছরের প্ল্যান করছি, কীভাবে কী পুরস্কারগুলো দেব।’


আরও পড়ুন:

» বাংলাদেশে সফর করবে না ভারত, আসছে পাকিস্তান

» ৭ গোলের ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টারে আল-হিলাল


তিনি বোর্ডের কার্যক্রমের বিষয়ে বলেন, ‘৪ নম্বর প্রোগ্রাম বিসিবিকে কীভাবে বিশ্বমানের হিসেবে তৈরি করা যায়। এখনের রোল, সাথে নতুন কিছু রোল, সাথে এর কার্যক্রম কীভাবে হবে কীভাবে ম্যানেজমেন্ট হবে সবকিছুর জন্য সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি। বিসিবির পুনর্গঠন, সবকিছু নিয়ে কার্যকর এবং শক্তিশালী গর্ভনেন্স যেন থাকে।’

এদিকে দেশীয় মাঠ ব্যবস্থাপক বা কিউরেটরদের প্রশিক্ষণের জন্যেও বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। এ বিষয়ে বুলবুল বলেন, ‘অস্ট্রেলিয়ার একজন খুবই অভিজ্ঞ এবং খুবই সিনিয়র একজন কিউরেটর টমি। আজ (দেশীয় কিউরেটরদের সঙ্গে) একটি কোর্স শুরু করেছেন তিনি। এছাড়া আম্পায়ার ট্রেইনার তৈরি করতে সাইমন টউফেলের সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট