ঘরোয়া ক্রিকেটের পরিসর বাড়াতে এবং মূল ধারার বাইরে থাকা ক্রিকেটারদের জন্য নিয়মিত ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে নতুন একটি টি–টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগটির নাম দেওয়া হয়েছে সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬।
বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হবে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবভিত্তিক বড় লিগে নিয়মিত সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক একটি প্ল্যাটফর্ম তৈরি করা। বিশেষ করে বিপিএল নিলামে অবিক্রিত থাকা এবং ঢাকা লিগের বাইরে থাকা খেলোয়াড়দের উন্নয়ন ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
নতুন এই লিগের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির সহসভাপতি ও সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটির। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহীর ভেন্যুতে। অংশ নেবে ছয় থেকে আটটি দল।
খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব থাকবে জাতীয় নির্বাচক প্যানেলের হাতে। বিসিবির তথ্য অনুযায়ী, এই লিগে সুযোগ পাবেন মূলত দুই ধরনের ক্রিকেটার।
এক. বিপিএল ২০২৫–২৬ আসরের নিলামে দল না পাওয়া খেলোয়াড়রা। দুই. ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া আটটি দলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
এই লিগে ফ্র্যাঞ্চাইজি বা ব্যক্তিমালিকানার কোনো ভূমিকা থাকবে না। প্রতিটি দলের ম্যানেজমেন্ট বিসিবি নিজেই নিয়োগ দেবে। খেলোয়াড়দের পারিশ্রমিকসহ টুর্নামেন্টের সব আর্থিক ও সাংগঠনিক দায়িত্বও বোর্ড সরাসরি পরিচালনা করবে।
দল গঠন, ম্যাচ সূচি এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ের বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। বোর্ডের বিশ্বাস, এই উদ্যোগ ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্ত করবে এবং জাতীয় দলের জন্য ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর চলছে। যেখানে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। গত ২৬ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলের এবারের আসরের পর্দা নামবে ২৩ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/টিএ
