Connect with us
ক্রিকেট

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

ছবি - সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত বছর প্রথমবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। সিলেটের হওয়া সেই টুর্নামেন্ট বেশ আলোড়নও তুলেছিল। 

ফলে বিসিবি আবারও এনসিএল আয়োজন করতে চলেছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এনসিএলের দ্বিতীয় আসর মাঠে গড়াতে যাচ্ছে। তার আগে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছে বিসিবি।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলছেন, ‘সব সুযোগ-সুবিধা আমরা ভালো দিতে চাই। গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার, সেটা আমরা ৪০ হাজার করেছি। অন্যান্য সুযোগ-সুবিধাও বৃদ্ধির চেষ্টা করেছি।’



বরিশাল বিভাগের নেতিবাচক ঘটনার প্রসঙ্গ টেনে আকরাম খান বলেন, ‘আজকে দলের নির্বাচক ও প্রত্যেক বিভাগের ম্যানেজারদের ডেকেছি। বরিশাল নিয়ে একটা নেতিবাচক সংবাদ এসেছিল। আমরা আলোচনা করেছি যেন এরকম কিছু আর না আসে।’ ম্যানেজার, কোচ ও অধিনায়ক নিয়ে সন্তুষ্ট নন বরিশাল বিভাগের খেলোয়াড়রা। যা নিয়ে তাদের মধ্যেও দ্বন্দ্ব আছে বলেও জানা গেছে। ওই সময়ই বিসিবি দ্রুত সেটি সমাধানের কথা জানায়।

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট