Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের আগে ২ দলের সঙ্গে সিরিজ খেলার আলোচনায় বিসিবি

Bangladesh announces squad for Pakistan series
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাইশ গজে টানা ব্যস্ততার পর কিছুদিন বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের খুব একটা বিশ্রামের সুযোগ নেই। সদ্যই সমাপ্ত হয়েছে পাকিস্তান সিরিজ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এবারের এশিয়া কাপ আসর। তাই এশিয়া কাপ সামনে রেখে কয়েকদিন পরেই প্রস্তুতি শুরু করতে হবে লিটনদের।

অবশ্য আগস্টেও ব্যস্ত সূচি ছিল বাংলাদেশের। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারতের আপত্তির কারণে সিরিজটি এক বছরেরও বেশি সময় পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। যে কারণে এশিয়া কাপের আগে আর কোনো খেলার সূচি নেই ক্রিকেটারদের।

ভারত না আসায় এই ফাঁকা সময়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ সামনে রেখে আগস্টের শেষভাগে দেশে কিংবা দেশের বাইরে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বোর্ড। এমনকি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও এশিয়া কাপের আগে একটি সিরিজ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন।

আরও পড়ুন:

» মাহমুদুল্লাহকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস রিশাদের

» মাইলস্টোন ট্র্যাজেডিতে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের শোক প্রকাশ 

মূলত এই সময়ে বেশিরভাগ দলেরই রয়েছে ব্যস্ত সূচি। যে কারণে সিরিজ আয়োজনে কিছুটা বিপাকে পড়েছে বোর্ড। তবে সিরিজ খেলার ব্যাপারে ২ দলের সঙ্গে আলোচনা চালাচ্ছে বোর্ড। দলগুলো হলো- নেপাল ও নেদারল্যান্ডস। আগস্টে কোনো খেলার সূচি নেই তাদের।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেন, শীর্ষ দলগুলোর এখন ব্যস্ত সূচি রয়েছে। তাই চেষ্টা করছি নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও গণমাধ্যমকে একই কথা জানিয়েছেন।

অবশ্য আগস্টের মাঝামাঝিতে ফাঁকা সময় রয়েছে নিউজিল্যান্ডের। বর্তমানে তারা বর্তমানে তারা দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে। এরপর ৩০ জুলাই ও ৭ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টে মাঠে নামবে তারা। এই টেস্টে সিরিজ শেষে অক্টোবরের আগ পর্যন্ত আর কোনো খেলা নেই কিউইদের। সেক্ষেত্রে তাদেরকে বিবেচনায় রাখতে পারে বোর্ড। এছাড়া আয়ারল্যান্ড এবং আরব আমিরাতেরও এই সময় কোনো খেলার সূচি নেই।

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট