পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটের সাথে সংযুক্তি বাড়াতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল (বুধবার) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন শেষে সদ্য নির্বাচিত বিসিবি পরিচালক আসিপ আকবর জানান, খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় আধুনিক ক্রিকেট সুবিধা গড়ে তুলতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় আসিফ আকবর বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি আলাদাভাবে কাজ করবে। খাগড়াছড়ি ও আশপাশের জেলায় আধুনিক টার্ফ উইকেট স্থাপন করা হবে। মেয়েদের জন্য আলাদা ক্রিকেট সুবিধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।’
অবকাঠামো পরিদর্শনের সময় স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেখানকার অবকাঠামো, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন আসিফ আকবর।
পার্বত্য অঞ্চলের ক্রিকেটারদের নিয়ে আশার কথা জানাতে গিয়ে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পার্বত্য অঞ্চল থেকেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার উঠে আসবে। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ শুরু করতে চাই।’
পরিদর্শনের সময় আসিপ আকবরের সঙ্গে ছিলেন জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) কর্মকর্তা, কোচ, স্থানীয় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা।
ক্রিফোস্পোর্টস/৬নভেম্বর২৫/এআই