Connect with us
ক্রিকেট

যুক্তরাষ্ট্রের কোম্পানিকে বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিল বিসিবি

BCB hands over BPL event management to a US-based company.
আগামী বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে বিদেশি প্রতিষ্ঠান। ছবি- বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরগুলোতে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়ার জন্য আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে সম্প্রতি বিজ্ঞাপনও দিয়েছিল বোর্ড। অবশেষে এক বিদেশি কোম্পানির হাতে বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।

বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’। তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে বিসিবি। তাই বিপিএলের আসন্ন তিন আসরে দায়িত্ব পালন করবে এই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।

আজ (সোমবার) সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে কত টাকার চুক্তিতে বিপিএলে কাজ করবে এই প্রতিষ্ঠানটি, এই বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি।



বিপিএলের সবশেষ আসর নিয়ে তীব্র সমালোচনার পর এবার আগে থেকেই সবকিছু ঠিক রাখার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে এবারের বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহী এমন প্রতিষ্ঠান খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড।

বিসিবির ডাকে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজিসহ ৭টি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বিপিএল আয়োজনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিল। তবে এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছিল বিসিবি। অবশেষে আজকের আইএমজিকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তুলে দিয়েছে বোর্ড।

আজকের বোর্ড সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত এসেছে। দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে আইসিসির এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলকে ২ বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিবি। এ ছাড়া স্থানীয় কোচদের প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়ার অ্যাশলে রসকে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট