
গেল কয়েকদিন যাবত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান রয়েছে অস্থিরতা। যার প্রভাব পড়েছিল দেশ দুটির ক্রীড়াঙ্গনেও। একপর্যায়ে বাধ্য হতে হয় আইপিএল এবং পিএসএল স্থগিত করতে। এমন অবস্থায় চলতি মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কিনা, তা নিয়ে উঠেছিল প্রশ্ন।
পূর্বসূচি চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নানা শঙ্কা থাকলেও এবার পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
দেশের এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আজ সকালে তিনি বলেন, ‘পাকিস্তানেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন তো ওদের সব থেমে গিয়েছে (ভারত-পাকিস্তান উত্তেজনা)। আমরা দুবাইয়ে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে) যাচ্ছি। সেখানে দুটো ম্যাচ হওয়ার পর বুঝতে পারব কী অবস্থা। তবে পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
» অবশেষে শিরোপার ছোঁয়া পেলেন হ্যারি কেইন, গড়লেন ইতিহাস
» সামিতের অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে বড় জয় পেল কাভালরি
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে প্রথমে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে খেলার কথা থাকলেও আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সবগুলো ম্যাচ সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার সিদ্ধান্ত নেয় উভয় দেশের ক্রিকেট বোর্ড। এই সিরির শেষে জুলাইয়ে বাংলাদেশ সফরে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে পাকিস্তান।
ক্রিফোস্পোর্টস/১১মে২৫/এফএএস
