Connect with us
ক্রিকেট

আইপিএল খেলা নিয়ে মুস্তাফিজকে বড় সুখবর দিল বিসিবি

BCB gives Mustafiz big good news about IPL game
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। ছবি- সংগৃহীত

আইপিএলের এবারের আসরের মেগা নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায়নি কোনো ফ্রাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের শেষদিকে এসেছে কপাল খুলেছে এই টাইগার পেসারের। শেষদিকের কয়েকটি ম্যাচের জন্য তাকে দলে ভিড়িয়েছে তার সাবেক ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

শেষদিকে এসে দল পেলেও আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মূলত আইপিএল চলাকালীন সময়ে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আর এই সিরিজে দলে আছেন কাটার মাস্টার। তাই বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

অবশেষে সেই শঙ্কা কাটিয়ে আইপিএল খেলার অনুমতি পেয়েছেন মুস্তাফিজ। আজ শুক্রবার (১৬ মে) এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন:

» সাফের ফাইনালে ওঠার লক্ষ্যে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

» আইপিএলের নতুন নিয়মে আর্থিক ক্ষতির সম্মুখীন দলগুলো 

স্থগিত হওয়া আইপিএল আগামীকাল (১৭ মে) থেকে পুনরায় শুরু হচ্ছে। তবে একইদিনে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি খেলেই ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন কাটার মাস্টার। তাই দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না তার।

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ।’

এবারের আইপিএলের লিগ পর্বে দিল্লির আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। ১৮, ২১ ও ২৪ মে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর লিগ পর্ব পর্যন্তই অর্থাৎ ২৪ মে পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন তিনি।

মূলত আরব আমিরাত সিরিজ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ মে থেকে। গুরুত্বপূর্ণ এই সিরিজে দলে থাকবেন মুস্তাফিজ। তাই পয়েন্ট টেবিলের পাঁচে থাকা দিল্লির প্লে-অফে খেলার দারুণ সম্ভাবনা থাকলেও লিগ পর্ব শেষেই জাতীয় দলে যোগ দিতে হবে কাটার মাস্টারকে।

ক্রিফোস্পোর্টস/১৬মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট