বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ‘জাহানারা আলমের’ সাম্প্রতিক অভিযোগ ঘিরে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তোলার পর বিষয়টি এখন তদন্তে যাচ্ছে।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে নারী দলের কোচ, ম্যানেজার, ফিজিও, অধিনায়কসহ কয়েকজনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। এর আগে এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারেও তিনি একই অভিযোগ তুলেছিলেন।
তখন বিসিবি অভিযোগগুলোকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে প্রত্যাখ্যান করেছিল। বোর্ড জানায়, তাদের অভ্যন্তরীণ যাচাইয়ে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি, এবং তারা নারী দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে।
তবে নতুন করে ভিডিও সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এবার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ঘটনাটি গভীর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করছি। তাই অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বোর্ড থেকে আরও জানানো হয় যে, এই তদন্ত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। তদন্তের পুরো প্রক্রিয়ায় সব পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিসিবি বলেছে, “খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”একই সঙ্গে তদন্ত চলাকালীন সময়ে বিসিবি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের অনুমাননির্ভর মন্তব্য ও প্রতিবেদন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, যাতে তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার প্রভাব না পড়ে।
এদিকে নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জাহানারা আলম এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জাতীয় দলে দীর্ঘ সময় না থাকা ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিলেন তিনি।এবার নতুন করে আলোচনায় আসলো তার এই অভিযোগের প্রেক্ষিতে।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/টিএ