Connect with us
ক্রিকেট

বেতন বাড়িয়ে সালাউদ্দিনের সাথে চুক্তিও বাড়ালো বিসিবি

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের কোচ থেকে উত্থান। বর্তমান আছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে। বলছি মোহাম্মদ সালাউদ্দিনের কথা। টেস্ট ও ওয়ানডেতে জাতীয় দলের অবস্থা খুব বেশি ভালো না হলেও টি-টোয়েন্টিতে বেশ ভালো করছে বাংলাদেশ। আর এতে করে কপাল খুলেছে সালাউদ্দিনের। বেড়েছে তার বেতন, বেড়েছে চুক্তির মেয়াদও।

জাতীয় দলের কোচিং স্টাফে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালের মার্চ পর্যন্ত নিয়োগ করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই কোচকে। তবে ক্রিকেটে ব্যস্ত সূচির কথা মাথায় রেখে সালাউদ্দিনের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ বাড়িয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

বোর্ড সূত্রে জানা গেছে, মৌখিকভাবে সম্মতি আগেই হয়ে গিয়েছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত সে প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। নতুন মেয়াদে শুধু চুক্তিই নয়, বেড়েছে সালাউদ্দিনের বেতনও।



সালাউদ্দিনের আগে পারিশ্রমিক ছিল মাসিক ৮ লাখ টাকার মতো। নতুন চুক্তি অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখ টাকার কাছাকাছি। বিসিবির এক পরিচালকের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভাবছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার চুক্তি নবায়ন করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্যারিবিয়ানদের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই কোচের অধীনেই টাইগাররা নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে।

মূলত ক্রিকেটের উন্নতির পেছনে কোচদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আগামী তিন বছরের জন্য ক্রিকেটারদের প্রশিক্ষণে স্থায়িত্ব এনে দিতে কোচিং স্টাফ পরিবর্তন চাচ্ছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রিফোস্পোর্টস/০২আগস্ট২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট